watermark logo

Sljedeći

গদখালী ফুলের বাজার | ফুলের দাম কত ?। KrishiBID

23 Pogledi· 12 Svibanj 2020
Krishi BID
Krishi BID
Pretplatnici
0
U ostalo

ভ্যালেন্টাইন ডে-তে ফুলের দাম কত ? গদখালী ফুলের বাজার | KrishiBID
#ভ্যালেন্টাইন_ডে_তে_ফুলের_দাম_কত_?
#গদখালী_ফুলের_বাজার
#KrishiBID

ভ্যালেন্টাইন,ফুলের দাম কত,গদখালী ফুলের বাজার2020,গদখালী,ফুলের দাম কত,ফুলের বাজার,যশোর ফুলের বাজার,যশোরে ফুলের চাষ, ভালোবাসার দিবসে ফুলের দাম, ভালোবাসা দিবস, যশোরে দেশের সবচেয়ে বড় ফুলের হাট,ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের গদখালী,ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোর,
**************************************************************
চার দশক আগে তার হাত ধরে এখানে শুরু হয় ফুলের চাষ আর এলাকার ক্ষেতখামার থেকে বিদায় নিতে শুরু করে ধান পাট বা এ ধরণের প্রচলিত শস্য।"১৯৮২ সালে এরশাদ আমলে এক বিঘা জমিতে রজনীগন্ধা দিয়ে শুরু করেছিলাম। আমার বাবার নার্সারি ছিলো এবং আমি সেখানেই বসে ছিলাম। ভারত থেকে আসা এক ভদ্রলোক এসে পানি চেয়েছিলো।"
"তার হাতে ফুল। তিনি বললেন এই ফুল পশ্চিমবঙ্গে অনেক হয়। তো আমি ভাবলাম পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মাটি তো এক। তখনই শুরু করলাম রজনীগন্ধা দিয়ে"। এভাবে প্রায় চার দশক আগে ফুল চাষের যে যাত্রা শুরু হয়েছিলো তার এখন বিস্তার ঘটেছে পুরো অঞ্চল জুড়ে। এখন আসছে নিত্য নতুন জাতের ফুল।গদখালীর যেকোনো দিকে তাকালেই চোখে পড়ে একটার পর একটা ফুলের বাগান।বিশেষ করে গোলাপ, গাঁদা আর অর্কিড, পাতাবাহার, রজনীগন্ধার বাগান রয়েছে অসংখ্য।এর বাইরেও চোখে পরে পলি হাউজ বা ফুল চাষের বিশেষ ঘর।স্থানীয় চাষিদের একজন শাজাহান কবীর বিবিসি বাংলাকে বলেন এসব ফুলের বাইরেও লিলিয়ামসহ নানা জাতের ফুল চাষ করছেন তারা।গদখালী নামের ওই গ্রাম ও আশপাশের হাজার হাজার একর জমিতে বছর জুড়ে উৎপাদন হচ্ছে দেশী বিদেশী নানা জাতের ফুল যার বার্ষিক বাজার মূল্য প্রায় দেড় হাজার কোটি টাকা।এই গ্রামের ফুল সারাদেশ তো বটেই, যাচ্ছে বিদেশেও।

কিন্তু এই গ্রামটি কি করে সাধারণ ধান পাটের বদলে ফুল চাষের জন্য বিখ্যাত হয়ে ফুলের রাজ্যে পরিণত হলো?যশোর সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দুরে ঝিকরগাছার এই গদখালী গ্রাম।খুব ভোরেই এখানে জমে উঠে বাংলাদেশের বৃহত্তম ফুলের বাজার। ঢাকাসহ নানা জায়গার ব্যবসায়ীরা এসে ট্রাক বা পিক আপ ভর্তি করে ফুল নিয়ে যান আর এসব ফুল বিক্রি হয় সারাদেশে বিশেষ করে শহর এলাকাগুলোতে।কিন্তু এতো ফুল হয় কোথায়। সেটি দেখতেই আমি গিয়েছিলাম গদখালী গ্রামে।রাস্তার দু'পাশে তখন চোখ ও প্রাণ জুড়ানো অসংখ্য ফুলের বাগান ।

Prikaži više

 0 Komentari sort   Poredaj po


Sljedeći