watermark logo

Als nächstes

Automatisches Abspielen

বিচিবিহীন লিচুর জাত উদ্ভাবন | ২০ বছর পর সফলতা অর্জন | KrishiBID

130 Ansichten • 12 Kann 2020
Aktie
Einbetten
Krishi BID
Krishi BID
Abonnenten
0

বিচিবিহীন লিচুর জাত উদ্ভাবন | ২০ বছর পর সফলতা অর্জন | KrishiBID

#বিচিবিহীন_লিচুর_জাত_উদ্ভাবন
#২০_বছর_পর_সফলতা_অর্জন
#KrishiBID
************************************
অস্ট্রেলিয়ার একজন কৃষক প্রায় ২০ বছরের গবেষণায় বিচিবিহীন লিচুর জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। চীন থেকে একটি লিচুর গাছ নিয়ে এসে শুরু হয়েছিল তার গবেষণা। এ প্রকল্পে ব্যয় হয় ৫ হাজার ডলার। এই কৃষকের নাম টিবি ডিকসন।

কয়েক দশক ধরে তিনি একাধিক জাতের লিচুর জাত উদ্ভাবন করেন। তার সবশেষ উদ্ভাবন হলো- বিচিবিহীন লিচু। যাকে তিনি ‘খুব সুস্বাদু’ বলছেন। এর স্বাদ অনেকটা আনারসের মতো।

lychee

এই কৃষক এবিসিকে বলেছেন, বিচিবিহীন এই জাত উদ্ভাবনে সফল না হওয়া পর্যন্ত তিনি চেষ্টা চালিয়ে যেতে থাকেন।

lychee

দীর্ঘ প্রচেষ্টায় লিচুর এই নতুন প্রজাতির উদ্ভাবন করা হয়েছে। চীন থেকে আমদানি করা ওই ছোট গাছ থেকে ক্রস পরাগায়নের মাধ্যমে এটি করা হয়। যাতে লিচুর পুরুষ ফুলের পরাগ সংগ্রহ করা হয় এবং তা নারী ফুলের অংশের মধ্যে স্থানান্তর করা হয়।
**************************************

কৃষিবিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম।
বিচিবিহীন লিচু উদ্ভাবন করলেন অস্ট্রেলিয়ার চাষি টিবি ডিক্সন। ৫ হাজার মার্কিন ডলার দিয়ে প্রায় ২০ বছর আগে চীন থেকে তিনি এই একটি লিচুগাছ সংগ্রহ করেন। তখন থেকেই তিনি চালাতে থাকেন নানা রকম পরীক্ষা-নিরীক্ষা। ডিক্সনের মূল লক্ষ্য ছিল, বিচিবিহীন লিচু উদ্ভাবন করা। দুই দশকের কঠোর পরিশ্রম শেষে অবশেষে সাফল্য পেয়েছেন ডিক্সন। তিনি জানান এই লিচু অনেক সুস্বাদু এবং খেতে অনেকটা আনারসের মত। এছাড়াও তিনি ভিন্ন জাতের লিচু উদ্ভাবন করেছেন। ৪০ বছরের বেশি সময় ধরে তিনি লিচু চাষ করে আসছেন এমনটাই জানান সংবাদমাধ্যম এবিসিকে। পর-পরাগায়নের মাধ্যমে ওই বিচিবিহীন লিচু উদ্ভাবন করেছেন। অনেক সময় ও শ্রম ব্যয় করে আজ তিনি সফলতা অর্জন করেছেন।
ডিক্সন বলেন, এই লিচুর উৎপাদন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কয়েক বছরের মধ্যেই এটিকে বাণিজ্যিক রূপ দেওয়া সম্ভব হবে।

আমাদের অন্যান্য ভিডিও:
চায়না কমলা লেবু চাষ পদ্ধতি: https://youtu.be/8ygysdzEqUY
জিনসেং চাষ । কোথায় পাবেন জিনসেং চারা: https://youtu.be/GEBNAC0aBOY


সকলকে আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি।

Zeig mehr
0 Bemerkungen sort Sortiere nach

Als nächstes

Automatisches Abspielen