close

Welcome to PlayTube Demo!


Please note that the upload system is temporarily disabled for public use on our demo due to a lot of users uploading illegal content. You can still upload videos. However, the video privacy will be set to private as default. Your video will not show in the demo version.

watermark logo

Als nächstes

Automatisches Abspielen

বেইজিং জাতের হাঁসের খামার | মাসে ইনকাম দেড় লক্ষ টাকা | KrishiBID

18 Ansichten • 12 Kann 2020
Aktie
Einbetten
Krishi BID
Krishi BID
Abonnenten
0

বেইজিং জাতের হাঁসের খামার | মাসিক ইনকাম দেড় লক্ষ টাকা | KrishiBID
#বেইজিং_জাতের_হাঁসের_খামার
#মাসিক_ইনকাম_দেড়_লক্ষ_টাকা
#KrishiBID

**********************************
খামারি: সাকাওয়াত হোসেন লিটন,
স্থান: ঘোনা, চুড়ামনকাটি, যশোর সদর, যশোর।
মোবাইল: ০১৭৩৪-২৬১১৫৩
*********************************
বেইজিং মূলত চীনের রাজধানী যার নামানুসারে এই হাঁসের জাতের নাম বেইজিং রাখা হয়েছে। আমাদের দেশের আবহাওয়ায় এই জাতের হাঁস পালন করা সম্ভব। বেইজিং জাতের হাঁস পালনের জন্য আমাদের দেশের পরিবেশ একদম অনুকূল।

রোগ বালাই
হাঁস নানারকম রোগে আক্রান্ত হতে পারে তবে হাঁসের সবথেকে প্রচলিত দুটি রোগ হল ডাকপ্লেগ রোগ ও ডাক কলেরা রোগ। এই হাঁস মাত্র ৩ মাস বয়সেই বিক্রি করে দেয়া যায়। বেইজিং জাতের হাঁস পালনে ২৫ দিন পর প্রথমবার ডাকপ্লেগ রোগের টিকা দেয়া হয় এছাড়াও ৪০ দিন পর পুনরায় আর একবার ডাকপ্লেগ টিকা দেয়া হয় । এই জাতের হাঁসের মৃত্যুহার খুবই কম। আর তেমন ভিটামিন ও দেয়ার প্রয়োজন পড়েনা তবে যতটুকু না দিলেই নয় ততটুকু দেয়া যেতে পারে। আমাদের দেশের প্রেক্ষাপটে এই জাতের হাঁস পালন খুবই লাভজনক হবে।

খাদ্য
আমাদের দেশের যে প্রচলিত অন্যান্য হাঁস আছে ঠিক তাদের মত করেই এর লালন পালন করতে হয়। এই জাতের হাঁস তিনভাবে পালন করা যায়। ১) আবদ্ধ পদ্ধতি, ২) আবদ্ধ ও আংশিক খোলা পদ্ধতি এবং ৩) উন্মুক্ত পদ্ধতি। হাঁস লালন পালন করতে গেলে মনে রাখতে হবে প্রাকৃতিক পদ্ধতিতেই পালতে হবে। আমাদের দেশী হাঁস যেভাবে প্রাকৃতিক পদ্ধতিতে পালন করা হয়, এই হাঁসও সেই একই পদ্ধতিতে লালন পালন করলে লাভজনক হবে। কারণ হাঁস সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পালন করলে ঐখান থেকে লাভ করা সম্ভব নয়।

এই হাঁসের বাচ্চা কেনার পরে প্রথম ১ মাস ব্রয়লার ফিড বা লেয়ার মুরগির ফিড খাওয়াতে হবে। ১ মাস পার হলেই ২৫ দিন বয়সে একটি ভ্যাকসিন দিতে হবে। তারপর উন্মুক্ত পদ্ধতিতে মাঠে, বিলে, নদীতে বিশেষ করে যেখানে প্রাকৃতিক খাদ্য আছে যেমন শামুক, ঝিনুক, আগাছা, লতাপাতা, কচুরিপানা, শেওলা, মাঠে পড়ে থাকা ধান এসব জায়গায় পালন করতে হবে। এই হাঁস ৩ মাস বয়েসেই একেকটই ৪কেজি ওজনের হয়ে থাকে যা বিক্রি করে পিস প্রতি ১০০-১৫০ টাকা লাভ থাকে।

বাসস্থান
পানি ছাড়া এই জাতের হাঁস পালন করা যায়না। বেইজিং জাতের হাঁসকে সময়মতো খাবার এবং পানি দিতে হয়। এসব হাঁসের পা লালচে রং ও হাঁস গুলো সাদা রং এর হয়ে থাকে। এছাড়াও এদের ঠোটের রং হলুদ বর্ণের। এই হাঁস পালন করতে হলে খামারীদের খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। বাড়ির আঙ্গিনায় এই হাঁস পালন করা যায় পারিবারিকভাবে। এই হাঁস পালনে খুব বেশি জায়গার দরকার পড়েনা ১০০ হাঁস পালনের জন্য শুধুমাত্র ৩০০ স্কয়ার ফুট জায়গা লাগে। এই জাতের হাঁস চীন ছাড়াও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে পারিবারিক এবং বাণিজ্যিকভাবে পালন করা হয়। খামারে দেশী হাঁসের মতই এই হাঁসগুলো একেবারেই নিজেদের মনের মত করে বিচরণ করে। এই হাঁসের রোগ বালাই অন্যান্য জাতের হাঁসের মতই এবং চিকিৎসা পদ্ধতিও একই।

এর ফলে এই হাঁস ধীরে ধীরে মারা যেতে থাকবে। এর মৃত্যুর হার খুব বেশি হয় না। উন্নত ঔষধ ও উন্নত পরিচর্যায় রাখলে এই হাঁস সহজেই সুস্থ্য হয়ে যায়। বেইজিং জাতের হাঁসের বাচ্চা কৃত্রিম উপায়ে ফুটানো হয়। এই জাতের হাঁসগুলো দেশীয় জাতের হাঁসের চেয়ে ১-১.৫ মাস আগে ডিম দিতে শুরু করে এবং সারা বছর জুড়েই ডিম দিতে পারে। যদি এই হাঁস পারিবারিকভাবে অথবা বানিজ্যিকভাবে চাষ করা যায় তাহলে দেশের আমিষের চাহিদা পুড়ণ করা সম্ভবপর হবে।
আমাদের আজকের এই প্রতিবেদনে আলোচনা করেছি:
-বেইজিং হাঁস পালন পদ্ধতি।
-বেইজিং হাঁস পালন।
-বেইজিং জাতের হাঁস পালন।
-বেইজিং হাঁসের খামার।
-বেইজিং হাঁস।
-বেইজিং জাতের হাঁসের খামার এবং
-বেইজিং হাঁসের বাচ্চার দাম।
-বেইজিং হাঁসের বাচ্চা।
-বেইজিং হাঁসের খাবার।
-বেইজিং।
-বেইজিং হাঁস।
-বেইজিং জাত।
-শামুক চাষ পদ্ধতি।
-শামুক চাষ পদ্ধতি বাংলাদেশ।
-পুকুরে শামুক চাষ পদ্ধতি।
-বেইজিং হাঁসের বাচ্চা কোথায় পাওয়া যায়।
হাস গুলা কোথায় পাওয়া যায় এবং একটি হাসের দাম কত?ডেলি কত টাকার খাবার খায় এই হাস গুলো? একটি হাস ছোট থেকে ডিমের উপযুক্ত হতে কত মাস সময় লাগে?
১০০হাস পালতে প্রতি মাসে খরচ কত টাকা লাগে?১০০হাস কত টি ডিম দিবে প্রতি মাসে?

আমাদের নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আমরা আজ হাঁস পালন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। জানবো হাস পালনের পদ্ধতি ও হাঁস এর খামার কিভাবে করবেন সেই সম্পর্কে। হাঁস পালন প্রশিক্ষণ নিয়েও আমরা কথা বলেছি। হাঁস পালন করে কোটিপতি হাওয়া যায় এটা কারোরি অজানানা নয়। হাঁস পালন করার নিয়ম ও হাঁস পালন রোগ ও চিকিৎসা সম্পর্কে আমরা জানবো। হাঁস পালন ও চিকিৎসা এবং হাঁস পালনে আয় ব্যয় বিষয়ে না জানলে এবং কিভাবে হাঁস পালন করা যায় এই সম্পর্কে না জানলে লাভবান হওয়া যায় না। অপর দিকে খাকি ক্যাম্পবেল হাঁস পালন ও খাকি ক্যাম্পবেল হাঁস কত দিনে ডিম দেয় এছাড়াও জিনডিং হাঁস পরিচিতি ও জিনডিং হাঁস পালন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে। সেই প্রত্যাশা ব্যক্ত করি। জিনডিং হাঁস ও খাকি জিনডিং পালনে লাভবান হওয়া সম্ভব। ডিমপাড়া হাঁস পালন পদ্ধতি ও ডিমপাড়া হাঁস বিষয়ে অনেক তথ্য পাওয়া যাবে আমাদের এই
হাঁস পালন পদ্ধতি | মাসে হাজার হাজার টাকা | KrishiBID ভিডিও থেকে জানা যাবে। হাঁসের খামার কিভাবে করা যায় ও হাঁসের খামারে লাভ কেমন হয় সেই সম্পর্কে থাকছে আমাদের আজকের ভিডিও। সাথে আছি আমি আশানুর রহমান। খামারি সাইনুর রহমান। ঠিকানা: কাশিমপুর, যশোর।
হাঁসের খামার নিয়ে কৃষিবিদ(Krishibid) এর আজকের ভিডিও সবাইকে দেখার জন্য আহবান জানাচ্ছি।Duck Firming, Jashore,বেইজিং হাঁস পালন ।
আমাদের অন্য ভিডিও:

https://youtu.be/SJOKE0ckQaU (ক্যান্সার প্রতিরোধক ননী ফল | ননী ফল কোথায় পাওয়া যায় | KrishiBID)
https://youtu.be/GEBNAC0aBOY (জিনসেং চাষ । কোথায় পাবেন জিনসেং চারা । KrishiBID)

Zeig mehr
0 Bemerkungen sort Sortiere nach

Als nächstes

Automatisches Abspielen